ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মহাসড়কে আলু ফেলে কৃষক-ব্যবসায়ীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ২১:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

মহাসড়কে আলু ফেলে কৃষক-ব্যবসায়ীদের বিক্ষোভ

দিনাজপুর : কোল্ড স্টোরেজের ভাড়া বাড়া বাড়ানো এবং অহেতুক হয়রানির প্রতিবাদে আলু ফেলে বিক্ষোভ

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজের ভাড়া বাড়ার প্রতিবাদে ও অহেতুক হয়রানি বন্ধের দাবিতে আলুচাষি ও আলু ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করেন। রবিবার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন চলাকালে সকাল ১১টায় কৃষকরা আলু ফেলে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন। মহাসড়ক অবরোধের ফলে রাস্তার দুই ধারে দূরপাল্লার শত শত গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে আলুচাষি ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, আলুচাষি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছেন। আলু উৎপাদনে চাষিরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ঘাটতি পূরণে ভারত থেকে আলু আমদানি করতে হয়। কোল্ড স্টোরেজের মালিকরা নিজের ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি করাসহ তাদের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গত ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরারব লিখিত আবেদন করলেও কোনো সমাধান পাওয়া যায়নি বলেই আবারও আমরা রাস্তায় নেমেছি। মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  ফজলে এলাহী ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনাস্থলে যান। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এদিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে না নিয়ে কোল্ড স্টোরেজ তালা মারার ঘোষণা দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির নেতৃত্বে একটি টিম বীরগঞ্জ উপজেলার কোল্ড স্টোরেজগুলোতে তালা লাগিয়ে দিলে অবরোধকারীরা দুপুর ১টায় সড়ক অবরোধ তুলে নেন।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার