
বাউফলে আমন ধানের বাজার চাঙা
বাউফল উপজেলার কালাইয়া, বগা ও কালিশুরীসহ বিভিন্ন হাটবাজারে আমন ধান উঠতে শুরু করেছে। এবার আমন ধানের আশানুরুপ দাম পেয়ে মহাখুশি কৃষকরা। সোমবার বাউফলের প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র কালাইয়া হাটে প্রতিমন (৪৮কেজি) ধান বিক্রি হয়েছে ১৩৫০ থেকে ১৪৫০ টাকায়। গুনগত মানের কারণে ধানের দামে এমন পার্থক্য রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট এলাকার কৃষক এনামুল হক বলেন, গত বছরের তুলনায় এবার ধানের দাম বেশী। আগামী সপ্তাহে আরও বাড়তে পারে ধানের দাম।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর ৩৫১০০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ করা হয়েছে। প্রতি হেক্টর জমিতে স্থাণীয় জাতের সাড়ে ৩ থেকে সাড়ে ৪ মেট্রিক টন এবং। উফশী (উচ্চ ফলনশীল) জাতের ৫ থেকে ৬.৫ মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাউফলের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনসার উদ্দিন বলেন, চলতি বছর বাউফলে আমনের বাম্পার ফলন হয়েছে। আশানুরুপ দাম পেয়ে কৃষকরাও মহাখুশি।
মোহাম্মদ আলী