ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নীলগাই জবাই করে গোসত ভাগাভাগি করলো এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৭:২৪, ৭ জানুয়ারি ২০২৪

নীলগাই জবাই করে গোসত ভাগাভাগি করলো এলাকাবাসী

গোসত ভাগাভাগি করলো এলাকাবাসী

রানীশংকৈল উপজেলায় ভারত থেকে আসা একটি নীলগাই জবাই করেছেন গ্রামবাসী। 

রবিবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে একটি নীলগাই ঐ গ্রামে প্রবেশ করলে সেটিকে ধরে ফেলেন গ্রামবাসী। এ সময় নীলগাইটি জবাই করা হয়। পরে উৎসুক জনতার ভিড় জমে। গ্রামবাসী নীল গাইটির গোশত ভাগাভাগি করে নেয়।

রাতোর ইউনিয়নের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায় জানান, গ্রামবাসী একটি নীলগাই আটক করে জবাই করে গোশত ভাগাভাগি করে নেয় আমি শুনেছি। কাজটি তারা ঠিক করেনি।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, নীলগাইটি জবাই দেওয়া ঠিক হয়নি। বন বিভাগের লোক সেখানে পাঠানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, এ নিয়ে জেলায় ৮ টি নীলগাই উদ্ধার হলো।

 

এস

×