ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

১৩ বছরেও খোঁজ মেলেনি আওয়ামী লীগ নেতার

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২১:২০, ২২ নভেম্বর ২০২৩

১৩ বছরেও খোঁজ মেলেনি আওয়ামী লীগ নেতার

হুমায়ুন কবির খান

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার ১৩ বছর অতিবাহিত হলেও সন্ধান মেলেনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও হারতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির খানের। তার পরিবার ও স্বজনরা জানেন না তাদের প্রিয়জনের ভাগ্যে কি জুটেছে।
সাবেক এই ইউপি চেয়ারম্যান জীবিত আছেন, নাকি অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ডিবি পরিচয়ে অপহরণের পর হত্যা করে তার লাশ গুম করেছে, তা আজও অজানাই রয়ে গেছে। অপরদিকে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান অপহরণের ১৩ বছর অতিবাহিত হচ্ছে আজ বৃহস্পতিবার। কিন্তু এখনো রহস্যজনক কারণে কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উল্টো অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রভাবশালী আসামিদের হামলা আর হয়রানির শিকার হয়ে আসছে সাবেক ওই চেয়ারম্যানের পরিবারের সদস্যরা।

তাই তারা নিখোঁজ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির খানের সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৩ নভেম্বর রাজধানী ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী অজ্ঞাত কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। অপহৃত সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খানের সহোদর ও মামলার বাদী মঞ্জু খান অভিযোগ করে বলেন, তার ভাইয়ের সঙ্গে একই এলাকার হায়দার খানের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।

ঘটনার দুইদিন আগে ঢাকার মাতুয়াইল এলাকায় বসে তাদের মধ্যে সমঝোতা হয়ে যায়। এ ঘটনার দুইদিন পরেই তার ভাই নিখোঁজ হন। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে হায়দার খান নাটকীয়ভাবে তার ভাইয়ের (হুমায়ুন) সঙ্গে সমঝোতা করে তার (হায়দার) ঘনিষ্ঠজন তৎকালীন সময়ের ওটরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের যোগসাজশে হুমায়ুন খানকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করেছে। এমন অভিযোগ তুলে মামলা দায়েরের ফলে হাফিজুর রহমান ইকবাল তার সহযোগীদের দিয়ে কয়েকবার হামলা চালিয়ে তাকে আহত করেছে। মঞ্জু খান অভিযোগ করেন, ইকবাল তার নিজের লাইসেন্সকৃত শর্টগান দিয়ে তার ওপরে গুলি পর্যন্ত চালিয়েছিল। আওয়ামী লীগ নেতা মঞ্জু খান আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার ভাই কী বেঁচে আছেন, নাকি তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। ভাই কী আর কোনদিন ফিরবে না।

×