
রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল সার্ভিসে প্রতিদিন বাড়ছে যাত্রীদের চাপ
রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল সার্ভিসে প্রতিদিন বাড়ছে যাত্রীদের চাপ। উত্তরা উত্তর স্টেশন থেকে সচিবালয় ও মতিঝিলগামী যাত্রীদের চাপ বেশি দেখা গেছে। উত্তরা-মতিঝিল পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চার ঘণ্টা চলাচল করে মেট্রোরেল। এই সময় আরও বাড়ানোর দাবি যাত্রীদের। এদিকে যাত্রীদের চাপ বেশি থাকায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ বুধবার থেকে চালু হচ্ছে প্রতিদিন এই বিশেষ ট্রেন। সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোস্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসবে। এই ট্রেন দুটিতে শুধু এমআরটি পাসধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)’র সূত্র জানায়।
এ বিষয়ে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জনকণ্ঠকে বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে মতিঝিল অংশের সব স্টেশন চালু করা হবে। তখন মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ানো হবে। তবে এই মূহূর্তে ১০ মিনিট পর পর চার ঘণ্টা মতিঝিল পর্যন্ত চলাচল করবে। তবে যাদের এমআরটি পাস আছে তাদের জন্য দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ দুটি ট্রেন প্রতিদিন সকাল ৭টা ১০ ও ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া মতিঝিল থেকে দুপুর ১২টা পর্যন্ত এমআরটি পাসের যাত্রী মেট্রোরেলে ফিরতে পারবেন।’ পর্যায়ক্রমে মেট্রো স্টেশনগুলো চালু করা হবে বলে জানান তিনি।
সরেজমিনে সচিবালয় মেট্রোস্টেশন ঘুরে দেখা গেছে, উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে আসা সচিবালয় ও মতিঝিলগামী প্রতিটি মেট্রোরেলে ছিল যাত্রীদের প্রচ- ভিড়। গত দুই দিনের চেয়ে মঙ্গলবার মেট্রোরেলে যাত্রীদের চাপ ছিল বেশি। এদের বেশির ভাগই অফিস-আদালতে চাকরি করেন বলে যাত্রীরা জানান।
এদিকে মেট্রোরেল সার্ভিস মতিঝিল পর্যন্ত চালুও হওয়ায় মিরপুর রুটের বাসে যাত্রী কমে গেছে বলে চালকরা জানান। আমিন নামের শিকড় পরিবহনের এক চালক জনকণ্ঠকে বলেন, ‘যাত্রী কিছুটা কমেছে। এছাড়া অবরোধের কারণে অনেকেই রাস্তায় নামে না। তাই বাসের তেমন যাত্রী পাওয়া যায় না। মেট্রোরেল চালুর ফলে অনেক যাত্রী এখন মিরপুর থেকে মতিঝিল ট্রেনে যাতায়াত করে। আগে যেখানে ৫০টি বাস চলতো।’ এখন ১০-১৫টি বাস চলছে বলে জানান তিনি।