ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ওষুধ কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী

প্রকাশিত: ১৭:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ওষুধ কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

এসকেএফ ওষুধ কারখানায় আগুণ

টঙ্গী চেরাগআলী স্কুইবরোডের কাঠালদিয়ায় এসকেএফ ওষুধ কারখানার ভাড়া করা শেডের গাড়ি গ্যারেজ ও গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। টঙ্গী ও উত্তরার ৬ টি ফায়ার ইউনিট এসে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। 

টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপত্র রবিউল হাসান জনকণ্ঠকে জানান, আগুনের ভয়াবহ লেলিহান শিখা ছিল তীব্র। আগুন লাগার কারন বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এসকেএফ ওষুধ কারখানার প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগুন ও ধোঁয়ার কুন্ডলি দেখতে পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসে খবর পাঠান।

সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার দুপুরে ওই গ্যারেজ গোডাউনের ভেতরে ধোঁয়ার কুন্ডলী দেখতে পান শ্রমিকরা। এ সময় কারখানার শ্রমিক ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

 

এস

×