
বুধবার পদ্মা সেতু অতিক্রম করে ট্রেন
পদ্মা সেতু অতিক্রম করে প্রথম ট্রেন ঢাকায়। আগে ট্র্যাক কার ও মালবাহী ট্রেন পদ্মা সেতু অতিক্রম করে রাজধানীতে প্রবেশ করলেও এই প্রথম ট্রেন প্রবেশ করেছে।
পদ্মা সেতুতে যাত্রীবাহী ট্রেন চালু করতে চলছে কর্মযজ্ঞ। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ১০ স্টেশনের মধ্য শুরুর দিনেই চালু হচ্ছে ৫ স্টেশন। অটো সিগন্যাল পদ্ধতিতে আধুনিক রেল নেটওয়ার্কের নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে। তাই রেলপথমন্ত্রী পরীক্ষামূলক ট্রেনে ভাঙ্গা পর্যন্ত পরিদর্শনে যাবেন বৃহস্পতিবার । তাই আট বগি সংবলিত একটি বিশেষ ট্রেন রাত পৌনে আটটায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। শীতাতপ সুবিধাও রয়েছে ট্রেনটিতে।
প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেনসহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা এবং দেশী প্রকৌশলীরা ট্রেনটিতে ছিলেন।