ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ক্লাস রুমে ফ্যান ছিঁড়ে পড়ল শিক্ষার্থীদের মাথায়

প্রকাশিত: ১৭:৪২, ৩০ আগস্ট ২০২৩

ক্লাস রুমে ফ্যান ছিঁড়ে পড়ল শিক্ষার্থীদের মাথায়

শ্রেণিকক্ষে ফ্যান ছিঁড়ে পড়ল।

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়লে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে উপজেলার চকবাজার এলাকায় স্কুলটির শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ক্লাসে ৩২ জন শিক্ষার্থী ছিল।

আহত শিক্ষার্থীরা হলো, জ্যৌতির্ময় দে ও সাহেরা আলম সোহা। তারা ওই বিদ্যালয়ের কেজি ক্লাসের শিক্ষার্থী।

সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ মিয়া জানান, আজ সকালে ক্লাস চলাকালে টিনশেডের শ্রেণিকক্ষে হঠাৎ সিলিং ফ্যান খুলে দুই শিক্ষার্থীর ওপর পড়ে। এ সময় তারা মাথায় আঘাত পায়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে জৌতির্ময় দে’কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। আর সোহাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, ঢামেকে জৌতির্ময়ের সিটিস্ক্যান করা হয়েছে। মাথায় তেমন সমস্যা হয়নি। চারটি সেলাই করতে হয়েছে। তার অবস্থা শঙ্কা মুক্ত।

 

এম হাসান

×