ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে বাংলাদেশে ঢুকে পড়লেন বিএসএফ সদস্য

প্রকাশিত: ২০:২৬, ২৯ জুলাই ২০২৩

প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে বাংলাদেশে ঢুকে পড়লেন বিএসএফ সদস্য

গ্রেফতারকৃত বিএসএফ সদস্য

প্রেমের টানে সীমান্ত পার হওয়ার ঘটনাও কম নয়। তবে এবার বিএসএফ সদস্য সোনু কুমার জেটপ (৩০) ঘটিয়ে বসলেন আরেক কাণ্ড। গোপনে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে ঢুকে পড়েন বাংলাদেশে।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গেছে, সোনু কুমার ভারতের বিষখাওয়া ৩১ বিএসএফ ক্যাম্পের ব্যাটালিয়ন সদস্য। ক্যাম্পের পাশের গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে ওই গ্রামে যান সোনু। এটি টের পেয়ে যায় প্রেমিকার স্বামী। তাতেই ঘটে বিপত্তি।

আশেপাশের লোকজন নিয়ে সোনু কুমার জেটপকে তাড়া করেন ওই ব্যক্তি। প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন বিএসএফ সদস্য। বাংলাদেশিরা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেন। 

কুড়িগ্রাম ২২ বিজিবি অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন জানান, অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের জন্য ওই বিএসএফ সদস্য দুঃখ প্রকাশ করেন।

ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হয়। এরপর একই দিনে রাত সাড়ে বারোটার দিকে বিএসএফের হাতে সোনু কুমার জেটপকে তুলে দেওয়া হয়।

এস

×