ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রৌমারীতে ব্যক্তি অর্থায়নে রাস্তা সংস্কার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ০০:৩৯, ৯ জুলাই ২০২৩

রৌমারীতে ব্যক্তি অর্থায়নে রাস্তা সংস্কার

ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

কুড়িগ্রামের রৌমারীতে স্বেচ্ছাশ্রম ও নিজ অর্থায়নে আব্দুস ছবুরের বাড়ি থেকে কাজিম উদ্দিনের বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার না করায় দক্ষিণ টাপুরচর, পুড়ারচর, নলবাড়ী গ্রামের মানুষের চরম দূর্ভোগের সৃষ্টি হয়। সামান্য বৃষ্টির পানিতে রাস্তাটির বেশির ভাগ অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার দুপাশে খানাখন্দে ও কাদা পানির জন্য ওই এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পসহ গ্রামীণ রাস্তা সংস্কারের বিভিন্ন প্রকল্প থাকলেও কোনো কাজ হয়নি। এলাকার মানুষের চলাচলের সুবিধার জন্য বন্দবেড় ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুদ্দোহার নিজস্ব অর্থায়নে ও এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করেন।

×