ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বিজিবি ও বিএস এফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৯:৩৫, ১৫ জুন ২০২৩

বিজিবি ও বিএস এফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

বিজিবি ও বিএস এফ এর পতাকা বৈঠক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ধলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজিবি ও বিএস এফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

পতাকা বৈঠকে বিজিবির ১৩ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুড়িগ্রাম ২২ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আবদুল মোত্তাকিম,ভারতের পক্ষে ২২ সদস্যের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন কমান্ডার শ্রী অরুন কুমার। 

বৃহষ্পতিবার (১৫জুন) দুপুরে এ বৈঠক অনুষ্টিত হয়।

বৈঠকে সীমান্তে বিজিবি –বি এস এফ এর নজরদারী বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ অবৈধ অনুপ্রবেশ, এবং কোন তথ্য আদান প্রদান বিষয়ে আলোচনা করা করা হয়। এ ছাড়া দু ’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রত সমাধান করে বিজিবি –বিএসএয় মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সু সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন।
     
 

 

এমএস

×