
শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়। ছবি: জনকণ্ঠ।
নক্ষত্রের আলোক বর্তিকা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ও আধুনিক সংবাদপত্রের প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১১ টায় গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসক অফিস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিদরিদ্র, অসচ্ছল ও মেধাবী ১৫ জন
শিক্ষার্থীর হাতে দ্বিতীয়বারের শিক্ষাবৃত্তির চেক তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক জহুরুল ইসলামের প্রতিনিধি হিসাবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন স্থানীয় সরকারের উপপরিচালক আজাদ জাহান (উপসচিব)। দৈনিক জনকণ্ঠের ‘শিক্ষা সাগর’ পাতার কো-অর্ডিনেটর প্রফেসর মো. ইকরামুল হকের সভাপতিত্বে ও দৈনিক জনকণ্ঠের পঞ্চগড়স্থ স্টাফ রিপোর্টার এ রহমান মুকুলের সঞ্চালনায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পঞ্চগড় সরকারি মকবুলার রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, আমীর খসুরু লাবলু, লুৎফর রহমান, হারুন অর রশিদ হারুন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আজাদ জাহান বলেন, ‘মরহুম বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ এই শিক্ষাবৃত্তির মাধ্যমে বেঁচে থাকবেন মানুষের মাঝে। এই শিক্ষাবৃত্তি নিয়ে ছাত্র-ছাত্রীদের আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান বলেন, ‘বর্তমান শিক্ষা ব্যবস্থায় সরকার অনেক প্রণোদনা দিচ্ছে। তার পাশাপাশি কিছু গুণী মানুষ শিক্ষার্থীদের এগিয়ে নিতে ভূমিকা রাখছে তাদের মধ্যে জনকণ্ঠ পরিবার অন্যতম। এই শিক্ষাবৃত্তির টাকা দরিদ্র পরিবারগুলোর শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
দৈনিক জনকন্ঠের ‘শিক্ষা সাগর’ পাতার কো-অর্ডিনেটর প্রফেসর মো. ইকরামুল হক বলেন, ‘আমরা চাই এই শিক্ষা বৃত্তি দিয়ে যেন একজন শিক্ষার্থী খাতা, কলম কিনে লেখা পড়া সহজে
করতে পারে। আমাদের জনকণ্ঠের এই প্রচেষ্টা যদি একজন শিক্ষার্থর কাজে লাগে তাহলে আমরা মনে করবো আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের দুটো শর্ত। বৃত্তি পাওয়া কোনো মেয়ের যদি বিয়ে দেয়া হয় তাহলে তার বৃত্তি বাতিল হবে। আর কেউ পড়াশোনা ছেড়ে দিলেও তার বৃত্তি বাতিল হবে। আমরা
চাই আমাদের সহযোগিতা নিয়ে তারা পড়াশোনা করে এগিয়ে যাক। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে গতবছর শিক্ষাবৃত্তি পাওয়া ১৫ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং এ বছরের ১৫ জন শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীসহ তাদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের এমন মহতি উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করেছেন।
দৈনিক জনকণ্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর শামীমা এ খান গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা ও দৈনিক জনকণ্ঠের সাবেক সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের স্মরণে এই শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেয়ার পর গতবছর থেকে পাইলট প্রকল্প হিসাবে পঞ্চগড়, নাটোর,
রাজশাহী ও গাইবান্ধা জেলায় শিক্ষাবৃত্তি চালু হয়।
এই বৃত্তির আওতায় প্রতিমাসে শিক্ষার্থীদের দেড় হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। সুবিধাভোগী একই শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণিতে পড়াকালীন দুই বছর এই শিক্ষাবৃত্তি পাচ্ছে। চলতি বছর দশম শ্রেণির ১৫ জন শিক্ষার্থী এর আওতাভুক্ত হয়েছে। শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিয়মিত লেখাপড়া করছে কিনা সেটি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
এম হাসান