ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাকা ব্রিজের অভাবে শিশু শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর

প্রকাশিত: ০১:০১, ১৭ মে ২০২৩

পাকা ব্রিজের অভাবে শিশু শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

উপজেলার পালগীরি দরবেশগঞ্জে বাঁশের সাঁকো

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মধ্যে দিয়ে একটি খাল বয়ে গেছে। এই খালের উভয় পাশে শত শত মানুষের বাস। কাছেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই খালের ওপর একটি বাঁশের সাঁকো যা বর্ষা ও বৃষ্টির সময় একমাত্র পারাপারের উপায়। এখানে একটি পাকা সেতু নির্মাণ করার জন্য এলাকাবাসী বিভিন্ন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু আজো তা বাস্তবায়ন হয়নি। পালগীরি দরবেশগঞ্জ রাস্তা থেকে চাঁদপুর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার ওপর এই বাঁশের সাঁকোটি এলাকাবাসীর একমাত্র অবলম্বন, ভরসা।

গত প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠিত বেসরকারি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়টি ইতোমধ্যে বর্তমান সরকারের আমলে সরকারি হওয়ায় ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন এই বাঁশের সাঁকোটি শত শত মানুষ ব্যবহার করে থাকে। এখানে একটি ব্রিজের অভাবে ছোট ছোট শিশুদের বিদ্যালয়ে যাওয়া-আসা বিপজ্জনক হয়ে আছে। বর্ষার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর জোর দাবি অনতিবিলম্বে সাঁকোটির স্থলে পাকা ব্রিজ নির্মাণ করে কোমলমতি শিশু শিক্ষার্থীসহ জরুরি প্রয়োজনে রোগীদের পারাপারের উপযুক্ত ব্যবস্থা করা হয়।

×