ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিক্রির সময় ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ 

সংবাদদাতা,ফরিদগঞ্জ, চাঁদপুর 

প্রকাশিত: ২০:১০, ৬ এপ্রিল ২০২৩

বিক্রির সময় ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ 

ইলিশ জব্দ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির সময় চাঁদপুরের ফরিদগঞ্জে আড়াই মন ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে বৃহস্পতিবার অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

জব্দ করা ইলিশ মাছগুলো পরে বিভিন্ন এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসময় তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে সারা দেশে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে এ সময় দুজন অসাধু ব্যবসায়ী ইলিশ মাছ বিক্রির সময় মাছগুলো জব্দ করলেও তারা পালিয়ে যায়। পরে এতিমখানায় মাছগুলো বিতরণ করে দেওয়া হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানসহ সঙীয় পুলিশ ফোর্স, বাংলাদেশ আনসার বাহিনী ও মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ অভিযানে অংশ গ্রহণ করেন।


 

এমএস

×