ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নবাবগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) 

প্রকাশিত: ২০:০২, ২২ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ২০:১০, ২২ ফেব্রুয়ারি ২০২৩

নবাবগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকার সড়কে দুই মোটরসাইকেল সংঘর্ষে মো. মাসুদ (১৬) ও শেখ সোহান (১৫) নামের দুই যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শেখ রাসেল (১৫) নামের অপর এক যুবক। 

বুধবার ( ২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পূর্ব মেলেং রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।
 
নিহত মো. মাসুদ শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও  শেখ সোহান একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহীদের ছেলে এবং আহত মো. রাসেল সুলতানপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা তাদের ব্যক্তিগত কাজের উদ্দেশ্য পাড়াগ্রাম এলাকায় যাচ্ছিলেন এমন সময় উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় এলে তাদের দুই মোটরসাইকেলে সংর্ঘষ বাধলে রাস্তায় ছিটকে পড়ে যায়। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দেন।

পরে তাদের ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মাসুদ নামের যুবক নিহত হন এবং শেখ সোহান সাভার এনাম মেডিকেল হসপিটালে মারা যান বলে জানা যায়।

নিহত শেখ সোহানের কাকা শেখ কামরুল নিহত ২ জনের মৃত্যুর বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির কর্মরত উপ-পরিদর্শক মো: রুবেল হোসেন জানান দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি।
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×