ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাণ্ডব নদীর ভাঙনে বিলীন হচ্ছে বাজার ও সড়ক

সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ০২:০০, ৬ ডিসেম্বর ২০২২; আপডেট: ১২:১২, ৬ ডিসেম্বর ২০২২

পাণ্ডব নদীর ভাঙনে বিলীন হচ্ছে বাজার ও সড়ক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে পা-ব নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে সড়ক

বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে পা-ব নদীর অব্যাহত ভাঙনে হারিয়ে যাচ্ছে পেয়ারপুর বাজারসহ আন্তঃজেলা সড়ক। শুকনো মৌসুমে নদীর পানি কমতে শুরু করায় ভাঙন বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে হাটের শতাধিক ব্যবসায়ীর মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কবাই লঞ্চঘাট সংলগ্ন আন্তঃজেলা সড়কটির কবাই পান্ডব নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া অংশ বিলীন হয়ে যাচ্ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, সড়কটি সড়ক ও জনপথের আওতায়। পা-ব নদীর ভাঙনের বিষয়টি তারা আমাদের জানায়নি। কবাই ইউপি চেয়ারম্যান বাদল তালুকদার জানান, প্রায় এক বছর আগে সড়ক ও জনপথ থেকে সড়কের ভাঙনের মুখে বালিভর্তি জিও ব্যাগ ফেলানো হয়েছে। এর পরে তারা আর খবর নেয়নি।
চাঁদপুরে বিজয়মেলা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ এসএসসি উত্তীর্ণদের কলেজে ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের খুব বেশি মাহাত্ম্য আছে বলে মনে করি না। বরং এ ক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের বিশেষ ভূমিকা থাকে। সোমবার সকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধনপূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

×