ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৪৭ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশিত: ২২:৪৭, ১ ডিসেম্বর ২০২২

১৪৭ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

এভাবেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে ছোটবগী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান

নোটিস ছাড়াই অর্ধশত বছরের ১৪৭ ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এতে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ছোটবগী বাজারের ১৪৭ ব্যবসায়ী পথে বসেছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার তালতলী উপজেলার ছোটবগী বাজারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। জানা গেছে, দক্ষিণাঞ্চলের তালতলী উপজেলার ঐতিহ্যবাহী ছোটবগী বাজার। শত বছর পূর্বে এ বাজারটি স্থাপন করা হয়।

দক্ষিণাঞ্চলের বৃহত্তম গরু ও ধানের বাজার বসে এখানে। ৫০ বছর পূর্বে বাজার সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপরে ব্যবসায়ীরা ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার সকালে নোটিস ছাড়াই বরগুনা ভূমি অধিগ্রহণ শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসন ভেকু মেশিন দিয়ে ১৪৭ ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছেন।  বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (্এসও) হিমেল বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ ঘর উচ্ছেদে মাইকিং করা হয়েছে।  তার পরও ঘর ভেঙে নেয়নি। তাই প্রশাসন অবৈধঘর ভেঙে দিয়েছেন।

×