
জমি থেকে পানি নিষ্কাশনের দাবিতে দৌলতদিয়া ইউনিয়নে পানির মধ্যে কৃষকদের মানববন্ধন
অল্প বৃষ্টিতে হাঁটু পানি। ডুবে যায় আবাদি ফসল। পানি নিষ্কাশন না হওয়ায় শত শত একর জমি পানির নিচে। অনেক ফসল ডুবে গেছে বৃষ্টির পানিতে। ডুবে যায় আবাদি জমির ফসল। ডুবে যাওয়া আবাদি জমি চাষের জন্য পানি নিষ্কাশনের দাবিতে, পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নবাসী।
শুক্রবার দুপুরে জলাবদ্ধ জায়গায় হাঁটু পানিতে দাঁড়িয়ে শত শত ক্ষতিগ্রস্ত কৃষক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে মুস্তাক খানের সভাপতিত্বে দৌলতদিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত শত শত কৃষক উপস্থিত ছিলেন। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান ম-ল জানান, গত বছর পানি নিষ্কাশনের কারণে আমি নিজে গিয়ে বদ্ধ জায়গা কেটে দিয়েছি। আমি আবারও পানি নিষ্কাশনের ব্যবস্থা করব।