ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রাহায়ণ ১৪৩০

বাসা ভাড়া নেয়ার একদিনের পরেই স্ত্রীকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী 

প্রকাশিত: ২০:০৯, ৩ অক্টোবর ২০২২

বাসা ভাড়া নেয়ার একদিনের পরেই স্ত্রীকে হত্যা

হত্যা

বাসা ভাড়া নেয়ার একদিনের মাথায় স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়েছে। ঘটনাটি ঘটেছে টঙ্গীর পূর্ব থানা এলাকার সৈলারগাতি ইয়াসিনের ভাড়া বাড়ির বাসার তৃতীয় তলার ফ্ল্যাটে। মৃত্যু স্ত্রীর নাম জান্নাতি খাতুন (১৮)। পিতার নাম আরিফ শেখ মাতা মেরিনা খাতুন, গ্রাম ধনকুন্ডি ইউপি সীমাবাড়ি থানা শেরপুর জেলা বগুড়া। স্বামীর নাম জালাল মিয়া।

টঙ্গী পূর্ব থানার এস আই সুমন খান জনকণ্ঠকে জানান, জনৈক জালাল নামক এক ব্যক্তি তার স্ত্রী জান্নাতি বেগম নামে পরিচয় দিয়ে রবিবার রাত ১১ টার দিকে টঙ্গী সৈলারগাতিতে বাসা ভাড়া নেয়। 

সোমবার সকালে ফ্ল্যাটের প্রতিবেশী রোজিনা আক্তার ঘটনাস্থল ঘরের দরজার ফাঁক দিয়ে জান্নাতি খাতুনকে ফ্লোরে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পেয়ে ঘরের ভিতর ঢুকে দেখে জান্নাতি বেগম গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃত পড়ে আছে। ঘরে থাকা পরিচয়পত্র থেকে জান্নাতি বেগমের পরিচয় সনাক্ত করা হয়।

এমএস

সম্পর্কিত বিষয়: