
চুরি হওয়া শ্যালো মেশিন
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি'র সংসদ সদস্য আমিনুল ইসলামের শ্যালক নোমান আলীর বাড়ি থেকে চুরি হওয়া একটি শ্যালো মেশিন উদ্ধার করেছে পুলিশ। চোরাই মেশিনটি বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে শ্যালো মেশিনের মালিক নাচোল উপজেলার সদর ইউনিয়নের ঝিকড়া পাঠানপাড়া গ্রামের নূরুয়ার ছেলে মজনু জানান, তার জমিতে সেচ দেয়ার জন্য গত মঙ্গলবার শ্যালো মেশিন মাঠে নিয়ে যান। রাতে মেশিনটি জমিতে রেখে আসেন পরদিন সেচ দেওয়ার জন্য। বুধবার সকালে তিনি জমিতে গিয়ে মেশিনটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন নাচোল উপজেলার কালইর বাজারে ভাঙারির দোকানে মেশিনটি আছে। বিষয়টি তিনি নাচোল থানায় জানালে মেশিনটি নোমান আলীর বাড়িতে রাখা হয়। পুলিশ বৃহস্পতিবার রাতে ওই বাড়ি থেকে চুরি হওয়া শ্যালো মেশিনটি উদ্ধার করে থানা হেফাজতে রাখে।
এ বিষয়ে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, শ্যালো মেশিনের মালিক অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
টিএস