
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে এবার দুইভাইকে মিথ্যে মামলায় জড়ানোসহ হত্যার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের।
ওই গ্রামের মৃত গঞ্জর আলী ফকিরের পুত্র খোকন ফকির জানান, তার পিতার রেখে যাওয়া দক্ষিণ পালরদী মৌজার ২৩১নং খতিয়ানের বিভিন্ন দাগের সোয়া ৩২ শতক ও বড় কসবা মৌজার ১৯০নং খতিয়ানের কয়েকটি দাগের ৩৪ শতক জমির জাল কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন থেকে দখলের চেষ্ঠা করে আসছেন দক্ষিণ পালরদী গ্রামের মৃত উজ্জত আলী ফকিরের পুত্র প্রভাবশালী রেজাউল ফকির ও আলাউদ্দিন। এ ঘটনায় খোকন ফকির বাদি হয়ে গৌরনদী ভূমি অফিসে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী ও তদন্ত শেষে মামলায় তাদের (খোকন গং) পক্ষে রায় ঘোষণা করা হয়। পরবর্তীতে রেজাউল গং আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে ওই মামলাটি খারিজ করে দেয়া হয়। একপর্যায়ে রেজাউলের আপীলের ভিত্তিতে মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। গঞ্জর আলী ফকিরের আরেক পুত্র বাদল ফকির জানান, প্রভাবশালী ভূমিদস্যু রেজাউল গংরা তার পিতার রেখে যাওয়া সহয় সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের জন্য তাদের বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজিসহ দুইটি মামলা দায়ের করে। পুলিশের তদন্তে সবগুলো মামলাই মিথ্যে প্রমানিত হয়। উপায়অন্তুর না পেয়ে প্রভাবশালী রেজাউল ফকির আদালতের মাধ্যমে পুরো সম্পত্তির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করিয়ে নিজেই নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমির ওপর টিনের বেড়া নির্মান করে। উল্টো তাদের (খোকন ও বাদল ফকির) দুই ভাইয়ের বিরুদ্ধে পুকুরে মাছ ধরাসহ জমিতে চাষাবাদ করার মিথ্যে অভিযোগ এনে গত ৭ ফেব্রুয়ারী আরও একটি মামলা দায়ের করেন। সরেজমিনে মামলার অভিযোগের কোন সত্যতা পায়নি থানা পুলিশ।
খোকন ফকির ও বাদল ফকির অভিযোগ করেন, জালিয়াতির মাধ্যমে তাদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্ঠাকারী রেজাউল গং প্রতিটি মামলায় পরাজিত হয়ে এখন তাদের বিভিন্ন মিথ্যে মামলায় জড়ানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে তারা দুইভাই এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।