ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লকডাউনের অবসরে মোহামেডান কোচের পরিকল্পনা

প্রকাশিত: ০৮:৫১, ২ এপ্রিল ২০২০

লকডাউনের অবসরে মোহামেডান কোচের পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠে খেলা নেই। ক্লাবে খেলোয়াড় নেই। হাতে অফুরন্ত অবসর। কিন্তু তারপরও বসে নেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্রিটিশ কোচ শন লেন। ফাঁকা সময়টায় অন্য দলের ভিডিও ফুটেজ দেখে তাদের ঘায়েল করার ছক কষছেন ৫৬ বছর বয়সী এই কোচ। গত কয় আসরে সাফল্যের গল্প লেখা না হলেও এবার কোচ শেন লিনের হাত ধরে পুরোনো চেহারায় ফিরতে শুরু করেছে সাদা-কালোরা। এবারের লিগে যখন দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছিলো তারা। ঠিক তখনই করোনার ছোবলে থমকে গেছে দেশের ক্রীড়াঙ্গণ। তবে সব কিছুই শীঘ্রই ঠিক হয়ে যাবে এমন প্রত্যাশা সকলের। লিগ মাঠে গড়ালে নতুন উদ্যমে শুরু করার প্রত্যাশা লেনের। গত মৌসুমে রেলিগেশনের শঙ্কায় থাকা দলটার শেষভাগে মোহামেডানে এসেছিলেন এই কোচ। পুরো টুর্নামেন্টে বাজে খেলা ঐতিহ্যবাহী ক্লাবটিকে টেনে তোলেন নয়ে। আর এবার তো শুরু থেকেই দুর্দান্ত মোহামেডান। ৬ ম্যাচে চার জয় আর দুই হারে তারা আছে টেবিলের চতুর্থ স্থানে। মাঝারি শক্তির দল নিয়ে এতটা ভালো করার রহস্যটা কি? জানতে চাইলে শন বলেন, আমি আমার ফুটবলারদের চাপে রাখতে চাই না। তাদের সঙ্গে বন্ধুসূলভ ব্যাবহার করে স্বাভাবিক খেলাটা বের করে আনতে চেষ্টা করি। এটাই আসলে ভালো করা মূলমন্ত্র। খেলোয়াড়রাও বেশ আন্তরিক। তাই আমার কাজটা সহজ হয়ে যায়। এবার সাদা-কালোদের ৪ জয়ের মধ্যে অন্যতম সাফল্য ছিল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে দেয়া। এই দল নিয়ে কি প্রথমবারের মতো লিগের শিরোপাটা জিতে আক্ষেপ ঘোচানো সম্ভব মোহামেডানের পক্ষে? শনের উত্তর, এবারের লিগে শিরোপা রেসে থাকার মতো ক্লাব ৪-৫ টি। এখনও অনেক খেলা বাকি আছে। আমি বলছি না অসম্ভব। তবে সেজন্য আমাদের প্রতি সপ্তাহে উন্নতি করতে হবে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ প্রিমিয়ার লিগ। অবস্থা বেগতিক দেখলে নিজ দেশে পরিবারের কাছে ফিরে যাবার ইচ্ছে শন লেনের।
×