ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস, ভেন্যু কমলো বিপিএল ফুটবলে

প্রকাশিত: ০৮:৩৮, ১১ মার্চ ২০২০

করোনা ভাইরাস, ভেন্যু কমলো বিপিএল ফুটবলে

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারণে ফিফা বিশ^কাপ বাছাইয়ের সব ম্যাচ স্থগিত। ইতালিতে বন্ধ সব খেলা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও লা লীগার ম্যাচগুলো হচ্ছে ক্লোজড ডোরে। জুলাইয়ে টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিক নিয়ে আছে শংকা। সবমিলিয়ে করোনায় আক্রান্ত বিশ্ব ক্রীড়াঙ্গন। গত রবিবার বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্তের পর অনিশ্চিয়তায় পড়ে যায় বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের দলবদল ও শুরুর তারিখও পিছিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনার প্রভাব এবার পড়েছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লীগেও। তবে স্থগিত হচ্ছে না। আপাতত এক ভেন্যুতে খেলা চালিয়ে যাওয়ার পক্ষে বাফুফে। শনিবার পেশাদার লীগ কমিটির মিটিং থেকে আসতে পারে এমন সিদ্ধান্ত। গতকাল এমনই ইঙ্গিত দিয়েছেন ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। প্রিমিয়ার লীগের পাঁচ রাউন্ডের ৩০টি ম্যাচ হয়েছে সাতটি ভেন্যুতে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন ঢাকাতেই হবে বাকি রাউন্ডের ম্যাচগুলো। সেক্ষেত্রে সূচিতে আসবে ব্যাপক রদবদল। তবে করোনাভাইরাসের অবস্থার উন্নতি হলে আবারও সব ভেন্যুতে খেলা হতে পারে।
×