ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের ফাইনালে বাংলাদেশের কেউ নেই!

প্রকাশিত: ০৯:০৩, ১৪ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের ফাইনালে বাংলাদেশের কেউ নেই!

স্পোর্টস রিপোর্টার ॥ কাল রবিবার ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল। খেলা বাংলাদেশে হলেও ফাইনালে বাংলাদেশের কেউ নেই! শনিবার সেমিফাইনালে মহিলা বিভাগের এককে যুক্তরাষ্ট্রের ক্রিস্টাল প্যান ভারতের সামিয়া ইমাদকে, ভিয়েতনামের থুই লিঙ্গ নাঙ্গুয়ান যুক্তরাষ্ট্রের আইরিশ ওয়াঙ্গকে; পুরুষ বিভাগের এককে ভারতের লক্ষয় সেন ইন্দোনেশিয়ার ইকসেন লিওনারদো ইমানুইলকে এবং মালয়েশিয়ার লিঅং জুন কানাডার এক্সিওডোঙ্গ সেয়াংকে হারিয়ে ফাইনালে ওঠেন। মিক্সড ডাবলসে ভারতের এআর অর্জুন ও ধ্রুব কাপালি মালয়েশিয়ার ই জুন চ্যাঙ্গ ও কাই ওয়ান টি ফাইনাল নিশ্চিত করেন। মহিলা ডাবলসে ভারতের মনিষা কে. ও রুটাপার্না পান্ডা থাইল্যান্ডের রুথাইচেনোক ও লাইসুয়ানকে, মালয়েশিয়ার টেন পিয়ারলি কুঙ্গ লি ও থিনাহ মুরালিথারান থাইল্যান্ডের চ্যানানচিদা চুচারোন ও ওয়ালিপেন পাটিমোনকে হারিয়ে ফাইনালে ওঠেন। মিক্সড ডাবলসে মালেশিয়ার চুনঙ্গ জিয়ান ও লিম পিলি ইয়া থাইল্যান্ডের প্ররাদ থাঙ্গসিরাপ্পিপ্যান ও সুপান্যান্ট মিঙ্গচুয়ারক এবং মালয়েশিয়ার হু প্যান রুন ও চিহা ই সি ভারতের এআর অর্জুন ও মনিষাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
×