ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কাল নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দল

প্রকাশিত: ০৯:০৫, ১১ নভেম্বর ২০১৯

কাল নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দল

স্পোর্টস রিপোর্টার ॥ নেপাল ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের আগামী ১৩-১৮ নভেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে ইউনেক্স-সানরাইজ নেপাল ইন্টারন্যাশনাল সিরিজ অনুষ্ঠিত হবে। এই আসরে অংশ নিতে ১০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দল (ম্যানেজার আলমগীর হোসাইন, কোচ অহিদুজ্জামান রাজু) কাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিমানযোগে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এই আসরে বাংলাদেশ দল অংশ নেবে পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত এবং মিশ্র দ্বৈত ইভেন্টে। ফলাফলের বিষয়ে জানতে চাইলে কোচ রাজু জানান, কদিন বাদেই এসএ গেমস। শাটলাররা গত তিন মাস যাবত ফেডারেশনের মনোনীত কোচদের কাছে ট্রেনিং করেছে। নেপালে গিয়ে আমি শুধু শাটলারদের ইন্সট্যান্ট ইন্সট্রাকশনগুলি দিতে পারবো। এর বেশি কিছু নয়। কারণ তাদের সবাইকে নিয়ে আমি একদিনও ট্রেনিং করাইনি। তারপরও চেষ্টা করবো ভালো কিছু করার। বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দল ॥ গৌরব সিংহ, এসএম সিবগাত উল্লাহ, সালমান খান, তুষার কৃষ্ণ রায়, শাপলা আক্তার, এলিনা সুলতানা, বৃষ্টি খাতুন এবং রেহানা খাতুন।
×