ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে এ্যামিয়া এমির অভিষেক

প্রকাশিত: ০৭:৩৯, ১০ জুলাই ২০১৮

চলচ্চিত্রে এ্যামিয়া এমির অভিষেক

স্টাফ রিপোর্টার ॥ আগামী ঈদ-উল-আজহায় মুক্তি উপলক্ষে নির্মিত হয়েছে শাহ আলম ম-লের চলচ্চিত্র ‘ডনগিরি’। এ চলচ্চিত্রের মাধ্যমে নবাগতা অভিনেত্রী হিসেবে এ্যামিয়া এমির বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। ‘ডনগিরি’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও আনিসুর রহমান মিলন। তাদের বিপরীতে অভিনয় করবেন নবাগত এ্যামিয়া এমি। ‘ডনগিরি’ চলচ্চিত্রে নায়ক বাপ্পি চৌধুরী ও আনিসুর রহমান মিলন দুজনের বিপরীতেই দেখা যাবে এ্যামিয়া এমিকে। ‘ডনগিরি’ চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য করেছেন প্রয়াত যোসেফ শতাব্দী। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে নবাগত এ্যামিয়া এমি বলেন, এটি আমার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। এই চলচ্চিত্রে আনিসুর রহমান মিলন ভাই এবং বাপ্পি চৌধুরীর মতো জনপ্রিয় তারকার বিপরীতে কাজ করেছি। আমি চেষ্টা করেছি ভাল করার। আগামীতে দর্শকদের আরও ভাল কাজ উপহার দেয়ার চেষ্টা করব। চলচ্চিত্রে অনেক গুণী অভিনয়শিল্পী কাজ করেছেন। চলচ্চিত্রটি দর্শকদের ভাল লাগবে বলে আশা করছি। এ দিকে চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক শাহ আলম ম ল বলেন, এখন চলচ্চিত্রের বাজার নিয়ে কিছুই বলা যাচ্ছে না। অনেক সময় দেখা যায় ভাল চলচ্চিত্রও ব্যবসা করছে না। আবার যেটির ব্যবসা করার কথা নয়, অথচ দর্শক দেখছেন। আমি ভাল একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। বাকিটা দর্শক বিচার করবেন। ‘ডনগিরি’ চলচ্চিত্রে নৃত্য পরিচালনায় মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। ইমন সাহার সঙ্গীতে চলচ্চিত্রে গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনক চাপা, রূপম, লেমিস, পুলক, ইমরান, পড়শী ও হাসান ইমাম। ‘ডনগিরি’তে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসান, জিয়া তালুকদার, রতন, এস আই ফারুক, কমল পাটেকর, রেজাউলসহ অনেকে। প্রসঙ্গত মোশারফ হোসেনের নিবেদনে এস এস কথাচিত্র ইন্টারন্যশনালের প্রযোজনা ও পরিবেশনায় আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘ডনগিরি’।
×