ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে অফিস খুলছে গুগল!

প্রকাশিত: ০৫:১৮, ২৪ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশে অফিস খুলছে গুগল!

দিন দিন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ফলে বাংলাদেশে কার্যক্রম বাড়াতে কাজ করছে গুগল। ইতোমধ্যে ইন্টারনেট জায়ান্ট এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে অফিস করার বিষয়ে চিন্তাভাবনা করছে। এরই মধ্যে বাংলাদেশে গুগল বাস, বাংলায় গুগল এ্যাডসেন্স, বাংলাদেশ থেকে প্লেস্টোরে এ্যাপ বিক্রি ও গুগল স্ট্রিট ভিউসহ অনেক সুবিধা চালু করেছে। গুগল চায় বাংলাদেশের ব্যবহারকারীরা যেন আরও সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। গুগল বাংলাদেশে আইসিটি ইকোসিস্টেম ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছে। বাংলাদেশে গুগলের অফিস নেই। তবে আগামী তিন বছরের মধ্যে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ছাড়িয়ে যাবে। দেশের এই বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীকে নিয়ে ভাবছে গুগল। সেই ভাবনা থেকে গুগল কর্তৃপক্ষ বাংলাদেশে অফিস করার কথা চিন্তা করছে। তবে কবেনাগাদ গুগলের অফিস বাংলাদেশে খোলা হবে সে বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। -অর্থনৈতিক রিপোর্টার
×