ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফুটবলকে বিদায় জানালেন কাকা

প্রকাশিত: ১৯:০৪, ১৭ অক্টোবর ২০১৭

ফুটবলকে বিদায় জানালেন কাকা

অনলাইন ডেস্ক ॥ ওরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তির আর মেয়াদ বাড়াবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ব্রাজিলিয়ান লিজেন্ড কাকা। ফলে এমএলএসে কলম্বাস ক্রিউয়ের বিপক্ষে ম্যাচটিই হলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। শেষ ম্যাচে হার দিয়েই পথচলা থামলো এ সেলেকাও তারকার। এ ম্যাচ শেষে দীর্ঘ ১৬ বছরের ফুটবল ক্যারিয়ায়ের ইতি টানলেন তিনি, তুলে রাখলেন বুট জোড়া। অবশ্য শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগাপ্লুত হয়ে পড়েন ৩৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। তবে মাঠে তার ছাপ পড়েনি। দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে খেলেছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। এদিন ভক্ত-দর্শকরা এসেছিলেন প্রিয় তারকাকে হাসিমুখে বিদায় বলতে। সতীর্থরা মরিয়া ছিলেন শেষ ম্যাচে কাকাকে জয় উপহার দিতে। কিন্তু ওলা কামারার একমাত্র গোলে ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় কাকাদের। বর্ণাঢ্য ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মত ক্লাবে খেলেছেন কাকা। ঝুলিতে আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ২০০৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের মতো সব অর্জন। ব্রাজিলের জার্সিতে ২০০২ সালের বিশ্বকাপ জিতেছেন তারকা।
×