ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চরম অপমানিত হয়েছি : উমর আকমল

প্রকাশিত: ২৩:০৪, ১৭ আগস্ট ২০১৭

চরম অপমানিত হয়েছি : উমর আকমল

অনলাইন ডেস্ক ॥ গত জুলাইয়ের ঘটনা। এতদিন পর মুখ খুললেন উমর আকমল। পাকিস্তানের এই ক্রিকেটার লন্ডন থেকে চোটের চিকিৎসা করে ফিরে গিয়েছিলেন লাহৌরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। লক্ষ্য ছিল রিহ্যাব করে নিজেকে সুস্থ করে তোলা। কিন্তু সেখানে গিয়ে এক অদ্ভুত খারাপ পরিস্থিতির শিকার হতে হল তাঁকে। বাদ যেতে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের জাতীয় চুক্তি থেকেও। ঠিক কী ঘটেছিল সেই সময়? এতদিন পর সেই কথাই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন ডান হাতি এই ব্যাটসম্যান। সেই সময় জাতীয় দলের কোচ মিকি আর্থার কতটা খারাপ ব্যবহার করেছিলেন তাঁর সঙ্গে তাও আবার সিনিয়র প্লেয়ারদের সামনে। কিন্তু কেউ কিছুই বলেননি। বুধবার আকমল সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমি যেটা বলছি তা নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। মিকি আর্থার প্রথমে আমাকে বেশ কিছু খারাপ কথা বলে। তার পর আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। আর পুরো ঘটনাটাই ঘটে ইনজামাম ভাই ও মুস্তাক ভাই (আহমেদ)এর সামনেই।’’ এর পর আকমল ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের কাছে গিয়ে তাঁর আর্জি জানান, যাতে তিনি অ্যাকাডেমিতে অনুশীলন করতে পারেন। কিন্তু সেন্ট্রাল চুক্তি না থাকায় তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। আকমল বলেন, ‘‘আমি প্রথমে গ্র্যান্ট ও পরে ফিজিওর কাছে যাই। গ্র্যান্ট আমাকে জানিয়ে দেয় তারা আমাকে কোনও সাহায্য করতে পারবে না কার আমার সেন্ট্রাল কনট্রাক্ট নেই। এর পর আমি মিকির সঙ্গে কথা বলি।’’ এখানেই শেষ নয়। হেড কোচ মিকি আর্থার সেই সময় আকমলকে বলেন, তিনি যেন ইনজামাম আর মুস্তাকের সঙ্গে কথা বলেন। এর পর এই দু’জনের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা আবার মিকি আর্থারের কাছে ফিরিয়ে দেল আকমলকে। দ্বিতীয়বার মিকি আর্থারের কাছে যাওয়ার পর তিনি বলেন, ‘‘অ্যাকাডেমিতে তুমি কী করছ। তোমার ক্লাব ক্রিকেট খেলা উচিত।’’ এর পরই খারাপ শব্দে আক্রমণ করতে শুরু করেন আকমলকে। যেটা মেনে নিতে পারেননি পাকিস্তানের এই ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এতদিন পর মুখ খুলে এ বার নির্বাসনের মুখে পড়তে হতে পারে আকমলকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×