ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ফেডারেশন কাপ রাগবির উদ্বোধন

প্রকাশিত: ২০:১৯, ৭ অক্টোবর ২০২৩

ফেডারেশন কাপ রাগবির উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠান

 

বাংলাদেশ রাগবি ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ডায়মন্ড মেলামাইনওয়্যার ইড্রাস্টিজ লিঃ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ডায়মন্ড মেলামাইনওয়্যার ৯ম ফেডারেশন কাপ ফিফটিন সাইড রাগবি প্রতিযোগিতা (পুরুষ নারী)- ২০২৩ প্রতিযোগিতাটি  আজ শনিবার .৩০ ঘটিকার সময় শুর হয়েছে এবং উক্ত প্রতিযোগিতাটির সকাল ১০.৩০ ঘটিকার সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের উপ পরিচালক এস আই এম ফেরদৌস আলম।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের কোষাধ্যক্ষ মতিউর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য সোরওয়ার রকিব, পারভিন পুতুল টুর্নামেন্ট সম্পাদক সিরাজুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।

প্রতিযোগিতাটি সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। পুরুষ বিভাগের খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ১৭১- পয়েন্টে এস আর রাগবি ক্লাবকে এস আর রাগবি ক্লাব ১৭৭- পয়েন্টে কেরানীগঞ্জ রাগবি ক্লাবকে; নারী বিভাগের খেলায় এস আর রাগবি ক্লাব ৪৭- পয়েন্টে গুলশান নিকেতন ক্লাবকে, বাংলাদেশ আনসার ভিডিপি ১৭৩- পয়েন্টে গুলশান নিকেতন ক্লাবকে হারায়।

 

রুমেল খান

×