ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

কাল জনকণ্ঠর প্রতিপক্ষ একুশে টিভি

প্রকাশিত: ১৯:৩০, ২১ জানুয়ারি ২০২৩

কাল জনকণ্ঠর প্রতিপক্ষ একুশে টিভি

বিএসজেএ মিডিয়া ফুটবলের ২০২২ আসরে অংশ নেয়া টিম জনকণ্ঠ ফুটবল দল

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আজ শনিবার থেকে শুরু হয়েছে। -গ্রুপের দল দৈনিক জনকণ্ঠ কাল রবিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। সকাল ৯টায় মতিঝিলের বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে তাদের প্রতিপক্ষ একুশে টেলিভিশন।

এদিকে আজ প্রথম দিনের খেলা জয় পেয়েছে সময়ের আলোজাগো নিউজ, টি- স্পোর্টস, আর টিভি, ডেইল স্টার, এটিএন বাংলা, কালবেলা ঢাকা ট্রিবিউন।

প্রথম দিনের খেলায় ডেইলি স্টার - গোলে বিটিভিকে, টি- স্পোর্টস - গোলে ডেইলি সানকে, সময়ের আলো - গোলে মাছরাঙা টেলিভিশনকে, জাগো নিউজ - গোলে আজকের পত্রিকাকে, এটিএন বাংলা - গোলে বাংলাদেশ প্রতিদিনকে, আরটিভি টাইব্রেকারে - (-) গোলে ঢাকা পোস্টকে, ঢাকা ট্রিবিউন টাইব্রেকারে - (-) গোলে বাংলা নিউজ ২৪.কমকে হারায়। এছাড়া বাংলাভিশনের বিপক্ষে কালবেলাকে - ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়। 

স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমন্ত্রণমূলক কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন করেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন বিএসজেএ সভাপতি এটি এম সাইদুজ্জামান। সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি, বাংলাদেশ স্পোটর্স জার্নালিস্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ সভাপতি টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম সময় উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি।

এবার ৩২ মিডিয়া হাউজ গ্রুপে বিভক্ত হয়ে নক আউট পদ্ধতিতে খেলবে। পরবর্তীতে গ্রুপের চাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে উর্ত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ফাইনাল খেলা দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ম্যাচসেরাদের জন্য থাকছে পুরস্কার।

সিক্স--সাইডের এই টুর্নামেন্টে প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় থাকবে।

 

 

রুমেল খান

সম্পর্কিত বিষয়:

×