ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে মহিলা ফুটবলারদের শুভেচ্ছা তাসকিনের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১০, ২২ সেপ্টেম্বর ২০২২

বিমানবন্দরে মহিলা ফুটবলারদের শুভেচ্ছা তাসকিনের

তাসকিন

দেশের আপামর জনসাধারণের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশ মহিলা ফুটবল দল। বুধবার দুপুরে তারা নেপাল থেকে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে অবতরণ করেন বিমানবন্দরে। এই অবিস্মরণীয় অর্জন দেশের মানুষের মধ্যে সব বিভেদ, বিভক্তি ও বাধা ধূলিসাত করে এক সূত্রে গেঁথেছে সবাইকে। বাংলাদেশের ক্রিকেটাররাও নেপালের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ জেতার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের প্রশংসায় পঞ্চমুখ। তবে সবচেয়ে ভাল উপলক্ষ পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। মহিলা ফুটবলাররা পৌঁছানোর প্রায় একই সময়ে পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তিনিও শুভেচ্ছা জানিয়েছেন সাফজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলকে।
মহিলা ফুটবলাররা দেশের সব পর্যায়ের মানুষকে, ক্রীড়া সংশ্লিষ্টদের এক সূত্রে গেঁথে ফেলে। ক্রিকেটাররা গত কয়দিন ধরেই মহিলা ফুটবলারদের স্তুতিতে সরব। দুপুরে নেপাল থেকে এসে মেয়েরা জাতীয় বিমানবন্দরে নামেন, তাদের কিছুক্ষণ পরেই সৌদি আরব থেকে আসেন তাসকিন। বিমানবন্দরে মহিলা ফুটবলারদের বরণ করতে ছিল নানাবিধ আয়োজন। সেইসঙ্গে চলেছে বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট। এ সময় তাসকিন এক টিভি চ্যানেলকে বলেন, ‘এটা খুবই ভাল একটা অর্জন আমাদের জন্য। আমি খুশি, সবাই খুশি।’
তাসকিনসহ সব ক্রিকেটারই নিয়মি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মহিলা দলকে নিয়ে বিভিন্ন পোস্ট ছবিসহ পাবলিশ করে যাচ্ছেন।

×