
এমা রাদুকানু
সিনসিনাত্তি মাস্টার্সে দুর্দান্ত সূচনা করেছিলেন এমা রাদুকানু। বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক দুই নাম্বার ওয়ান তারকাকে বিদায় করে ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার প্রস্তুতি পর্বেও শুরুটা করেছিলেন মনে রাখার মতোই। কিন্তু সেরেনা উইলিয়ামস এবং ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে শেষ ষোলোর টিকেট কাটা ব্রিটিশ তরুণীর জয়রথ থামিয়ে দিলেন জেসিকা পেগুলা।
এর ফলে ১৯ বছর বয়সী রাদুকানুর মনোযোগ এখন ইউএস ওপেনে। যে গ্র্যান্ডস্লাম জিতেই গত মৌসুমে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন এমা রাদুকানু। আগামী ২৯ আগস্ট থেকে নিউইয়র্কে শুরু হবে চলতি বছরের শেষ এই মেজর টুর্নামেন্ট। অন্যদিকে জেসিকা পেগুলার সামনে এখন সেমিফাইনালে উঠার দারুণ সুযোগ। সেই পথে তার বাধা আজ ফরাসী তারকা ক্যারোলিন গার্সিয়া। শেষ ষোলতে যিনি ৬-৪ এবং ৭-৫ ব্যবধানে পরাজিত করেন বেলজিয়ামের এলিস মার্টেন্সকে। কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে বেলারুশের এরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন ঝ্যাং শুয়াই।