ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আবাহনী চারে চার

প্রকাশিত: ১১:৪৫, ২০ মার্চ ২০১৯

আবাহনী চারে চার

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে আবাহনী লিমিটেড। দলটি চার ম্যাচের চারটিতেই জিতেছে। মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। একইদিন বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বৃষ্টি আইনে ২৯ রানে হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এনামুল হক বিজয় ও অভিমন্যূ ঈশ্বরনের সেঞ্চুরিতেই এ জয় মিলে প্রাইম ব্যাংকের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আব্দুল মজিদের সেঞ্চুরি লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলামের ৮৫ রানের নৈপুণ্যের কাছে বৃথা যায়। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪ উইকেটে জিতে রূপগঞ্জ। আবাহনী-শাইনপুকুর ম্যাচ, ফতুল্লা ॥ বল হাতে আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত কি দুর্দান্ত বোলিং করলেন। একাই ৩ উইকেট শিকার করলেন। তার এই বোলিংয়ের সঙ্গে ২ উইকেট করে নেয়া রুবেল হোসেন ও নাজমুল ইসলামের বোলিং দ্যুতিতে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২০৩ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ৪৮ রান করেন। জবাব দিতে নেমে ভারতের মুম্বাইয়ের ওপেনার ওয়াসিম জাফরের (৭৬) অসাধারণ ব্যাটিংয়ের সঙ্গে নাজমুল হোসেন শান্তর (৪২) দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ৪৮.৩ ওভারে ২০৬ রান করে জিতে যায় আবাহনী। ম্যাচটি নিউজিল্যান্ড সফর শেষে দেশে আসা ওপেনার শাইনপুকুরের সাদমান ইসলাম, আবাহনীর সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন খেলেন। ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার দুঃসহ স্মৃতি তারা খেলার মধ্য থেকেই দূর করতে চান। স্কোর ॥ শাইনপুকুর ইনিংস- ২০৩/৯; ৫০ ওভার (আফিফ ৪৮, তৌহিদ ৩৯, সোহরাওয়ার্দী ২৪*; মোসাদ্দেক ৩/৪১)। আবাহনী ইনিংস- ২০৬/৫; ৪৮.৩ ওভার (জাফর ৭৬, শান্ত ৪২, সৌম্য ৩৩; শরিফুল ৩/৪৪)। ফল ॥ আবাহনী লিমিটেড ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ওয়াসিম জাফর (আবাহনী)। প্রাইম ব্যাংক-শেখ জামাল ম্যাচ, বিকেএসপি ॥ সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাংক ও শেখ জামালের মধ্যকার ম্যাচে বৃষ্টির বাধা পড়েছে। কিন্তু বৃষ্টির আগেই প্রাইম ব্যাংক ওপেনার এনামুল হক বিজয়ের ১২০ বলে ৮ চারে করা ১০১ ও ভারতের দেরাদুনের ব্যাটসম্যান ঈশ্বরনের ১২৬ বলে ১০ চার ও ১ ছক্কায় করা ১৩৩ রানের ইনিংসেই বড় সংগ্রহ গড়ে ফেলে। প্রাইম ব্যাংক ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৪৪ রান করে। আরিফুল হকের ব্যাট থেকেও অপরাজিত ৬৭ রানের ইনিংস মিলে। জবাব দিতে নেমে বৃষ্টির বাধায় ওভার ও টার্গেট ছোট্ট হয়ে আসে শেখ জামালের। ৩৭.১ ওভারে জিততে ২৩৬ রানের টার্গেট দাঁড় হয়। এই টার্গেট অতিক্রম করতে গিয়ে নাসির হোসেন (৭৬) ও নুরুল হাসান সোহান (৫৪*) ব্যাটিং ঝলক দেখান। কিন্তু তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩৭.১ ওভারে ২০৬ রানের বেশি করতে পারেনি শেখ জামাল। ক্রাইস্টচার্চ ঘটনার পর দেশে ফিরে সব ভুলতে এই ম্যাচটিতে খেলেন জাতীয় দলের তাইজুল ইসলামও। স্কোর ॥ প্রাইম ব্যাংক ইনিংস- ৩৪৪/৬; ৫০ ওভার (ঈশ্বরন ১৩৩, বিজয় ১০১, আরিফুল ৬৭*; তানভির ২/২৭)। শেখ জামাল ইনিংস- ২০৬/৪; ৩৭.১ ওভার (নাসির ৭৬, সোহান ৫৪*; নাহিদুল ২/৫১)। ফল ॥ প্রাইম ব্যাংক বৃষ্টি আইনে ২৯ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ঈশ্বরন (প্রাইম ব্যাংক)। রূপগঞ্জ-মোহামেডান ম্যাচ, মিরপুর ॥ দুই দলের মধ্যে অবস্থান নিয়ে ভালই প্রতিদ্বন্দ্বিতা চলছে। ৬ পয়েন্ট নিয়ে মোহামেডান এখনও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে। তবে মোহামেডানকে হারিয়ে রূপগঞ্জও ৬ পয়েন্ট পেয়েছে। দুই দলের মধ্যকার ম্যাচটিও উত্তেজনা তৈরি করে। ৪ বল বাকি থাকতে জিতে রূপগঞ্জ। মোহামেডান আগে ব্যাট করে মজিদের ১০৭ রানের দুর্দান্ত ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৯৫ রান করে। নাদিফ চৌধুরী ৬৪ রান করতে পারেন। মোহাম্মদ শহীদ ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে অধিনায়ক নাঈম ইসলামের ৮৫ রানের সঙ্গে মুমিনুল হকের ৫৫ ও ভারতের হিমাচল প্রদেশের রিশি ধাওয়ানের ৫১ এবং জাকের আলীর অপরাজিত ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ২৯৬ রান করে জিতে যায় প্রাইম রূপগঞ্জ। স্কোর ॥ মোহামেডান ইনিংস- ২৯৫/৭; ৫০ ওভার (মজিদ ১০৭, নাদিফ ৬৪; শহীদ ৩/৭০)। রূপগঞ্জ ইনিংস- ২৯৬/৬; ৪৯.২ ওভার (নাঈম ৮৫, মুমিনুল ৫৫, ধাওয়ান ৫১, জাকের ৩৪*; শফিউল ২/৬৫)। ফল ॥ লিজেন্ডস অব রূপগঞ্জ ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ নাঈম ইসলাম (রূপগঞ্জ)।
×