ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

খেলোয়াড় কিনতে পারবে না রোনালদোর ক্লাব ‘আল নাসর’

প্রকাশিত: ২০:১৪, ১২ জুলাই ২০২৩

খেলোয়াড় কিনতে পারবে না রোনালদোর ক্লাব ‘আল নাসর’

রোনালদো

গত ডিসেম্বরে সবাইকে চমকে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দিয়েছিলেন। জুলাইয়ে তার সঙ্গী হয়েছেন ব্রোজোভিচ। সে পথ ধরে অন্য ক্লাবগুলোও অনেক বড় বড় তারকাকে নিচ্ছে। কিন্তু আল নাসরের ওপরই কিনা খেলোয়াড় কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে!

রোনালদোকে নেয়ার পর কিছুদিন চুপচাপ ছিল সৌদি প্রো লিগ। নতুন বছরের দলবদল শুরু হতেই জেগে ওঠেছে এই লিগ। নিউক্যাসলের মালিক পাবলিক ইনভেস্ট ফান্ড (পিআইএফ) চারটি ক্লাবের মালিকানার বড় অংশ কিনে নেয়ায় অফুরন্ত অর্থের সন্ধান পেয়েছে তারা। আর সে পথে করিম বেনজেমা, এনগোলো কান্তে, ফিরমিনো, এদুয়ার্দ মেন্দি, ব্রোজোভিচ, মিলিঙ্কোভিচ-সাভিচ, রুবেন নেভেস, কুলিবালির মতো খেলোয়াড়দের হারিয়েছে ইউরোপ।

এর মধ্যে ডেইলি মিরর বলছে, এই মৌসুমে নতুন কোনো খেলোয়াড়কে আর দলে টানতে পারবে না আল নাসর। কারণ, তারা এক খেলোয়াড়ের জন্য বকেয়া পরিশোধ করেনি। ২০১৮ সালে লেস্টারসিটি থেকে ১ কোটি ৪০ লাখ পাউন্ডে আহমেদ মুসাকে কিনেছিল আল নাসর।

চুক্তিতে শর্ত সাপেক্ষে আরও কিছু অর্থ পাওয়ার কথা ছিল লেস্টারের। ২০২০ সালে আল নাসর ছেড়ে গেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। কিন্তু এর আগে লিগ জিতেছেন তিনি। চুক্তির শর্ত অনুযায়ী লেস্টার আল নাসরের কাছে আরও ৩ লাখ ৯০ হাজার পাউন্ড পায়। যা এখনো পর্যন্ত পরিশোধ করেনি সৌদি ক্লাব।

২০২১ সালে আল নাসরকে সতর্ক করা হয়েছিল, যদি বকেয়া পরিশোধ করা না হয়, তবে খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আসতে পারে। এতদিনে সে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানা গেছে। তিনটি দলবদলের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে খবর এসেছে।

তবে সৌদি লিগের এই রমরমা পরিস্থিতিতে এই ‘সামান্য’ অর্থের জন্য বিপাকে পড়তে চায় না পিআইএফ। এ কারণে, নিষেধাজ্ঞা তুলে নিতে দ্রুত বকেয়া পরিশোধ করার আগ্রহ দেখিয়েছে তারা।
 

 

এমএস

×