
.
বিশ্বকাপের আগে জ্বলজ্বলে পারফরমেন্স অব্যাহত রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ফরাসী লীগ ওয়ানে নতুন মৌসুমে প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) হয়ে টানা দুই ম্যাচেই জাদু দেখিয়েছেন সাম্বা ছন্দের প্রতিনিধি। শনিবার রাতে প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মন্টিপিলিয়ারকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি।
স্বাগতিকদের হয়ে জোড়া গোল করে হিরো বনে গেছেন নেইমার। লীগে পিএসজির প্রথম ম্যাচেও এক গোল ও তিন গোলে সহায়তা করেছিলেন তিনি। ম্যাচের ২৩ মিনিটে একটি পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপে। পরে অবশ্য একটি গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। আর প্রথম ম্যাচে দুই গোল ও এক এ্যাসিস্ট করা লিওনেল মেসিকে এ ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। আর্জেন্টাইন অধিনায়ক ছিলেন অনেকটাই ফ্লপ।
চেনা মাঠে ৩৯ মিনিটে ফালায়ে সাকোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। স্পট কিক থেকে ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বিরতির পরপরই অর্থাৎ ৫১ মিনিটে ব্রাজিলিয়ান তারকা নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। এর মাধ্যমে চলতি মৌসুমে সব মিলিয়ে তিন ম্যাচে নেইমারের গোলসংখ্যা হয়েছে পাঁচটি। ৫৮ মিনিটে ওয়াহবি কাজরির মন্টিপিলিয়ারের হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু ৬৯ মিনিটে এমবাপে ও ৮৭ মিনিটে নতুন চুক্তিভুক্ত রেনাটো সানচেজের গোলে বড় জয় নিশ্চিত হয় পিএসজির। ম্যাচের একেবারে শেষভাগে (৯০+২ মিনিট) এনজো চাতোর গোলে সফরকারীরা হারের ব্যবধান কিছুটা কমায়। এ নিয়ে পিএসজি নতুন কোচ ক্রিস্টোফে গালটিয়ারের অধীনে তিন ম্যাচে শতভাগ জয় পেয়েছে। তিন ম্যাচে তারা গোল করেছে ১৪ গোল। মেসির পাসে নেইমার ম্যাচের শেষভাগে হ্যাটট্রিক পূরণ করা গোল পেয়েছিলেন। কিন্তু ভিএআর অফসাইডের কারণে গোলটি বাতিল করলে হতাশ হতে হয় নেইমারকে।
গত মৌসুমে লীগ ওয়ানের শেষ নয় ম্যাচে ৯ গোল করেছিলেন নেইমার। যেখানে তিনি মৌসুম শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই নতুন মৌসুম শুরু করেছেন। ২০১৭ সালে প্যারিসে আসার পর থেকে একের পর এক ইনজুরি ইস্যুতে নিজেকে মেলে ধরার সুযোগ খুব কমই পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত হয়তো সেই খরা কাটিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন।