
ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছেন, নির্বাচনের কথা বললেই তারা রেগে যায়। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৯ মে) বিকেলে সিলেট বিভাগের বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে দুই একদিনের মধ্যেই শপথ পাঠ না করালে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন কয়েকজন উপদেষ্টা দেশে বিশৃঙ্খলার তৈরীর চেষ্টা করছে। অনুষ্ঠান শেষে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সকল মানুষকে আমরা অনুরোধ জানাই, আহ্বান জানাই এই সংস্কারের ফল যদি আমরা পেতে চাই তাহলে একটি নির্বাচিত সরকারের কি বিকল্প আছে? আমরা সেই কথা বললে এই অন্তর্বর্তী সরকার খুব নারাজ হয়।
ইমরান