
ছবিঃ সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঐতিহাসিক চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।
প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দুই প্রতিবেশী দেশের নেতাদের এই সাহসী পদক্ষেপের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, “আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মি. শাহবাজ শরিফকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, যারা তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং আলোচনায় বসতে রাজি হয়েছেন।”
ড. ইউনূস আরও বলেন, “এই গুরুত্বপূর্ণ মধ্যস্থতার জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে গভীর কৃতজ্ঞতা জানাই। তাদের কার্যকর ভূমিকাই এই সমঝোতা সম্ভব করেছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাংলাদেশ সবসময় দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে যাবে।”
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই কাশ্মীরসহ নানা ইস্যুতে উত্তেজনা বিরাজ করছিল। এই যুদ্ধবিরতি চুক্তিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ আল জাজিরা
ইমরান