ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নির্বাচনের খবর নেই, সরকার করিডর নিয়ে ব্যস্ত: জয়নুল আবেদিন ফারুক

প্রকাশিত: ১৯:৫২, ২ মে ২০২৫

নির্বাচনের খবর নেই, সরকার করিডর নিয়ে ব্যস্ত: জয়নুল আবেদিন ফারুক

ছবি: সংগৃহীত

নির্বাচনের কোনো খবর নেই, অথচ সরকার ব্যস্ত মানবিক করিডর নিয়ে—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, করিডরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত একটি নির্বাচিত সরকারের।

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডর নিয়ে অন্তবর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি।

এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, করিডর ইস্যুতে প্রধান উপদেষ্টাকে পরিষ্কার ধারণা দেওয়া জরুরি। তিনি প্রশ্ন তোলেন—মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে রূপ নেবে কি না, সে নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের রাজনীতি, কমিটি, কৌশলগত সমস্যা এবং জাতীয় নিরাপত্তা সবই এ ইস্যুর সঙ্গে জড়িত। অথচ এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করা হয়নি। অন্যদিকে ছোট ছোট বিষয়ে সবাইকে ডেকে আলোচনা করা হয়েছে।”

সাইফুল হক প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, “আপনি রাজনীতিক নন—এ কথা ঠিক। কিন্তু রাজনীতিকদের মতো ঘুরিয়ে-পেঁচিয়ে কথা না বলে সরাসরি কথা বলুন, জনগণকে পরিষ্কার করে বোঝান।”

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা কিংবা বাস্তব সমস্যাগুলোর প্রতি নজর না দিয়ে শুধু করিডর নিয়ে ব্যস্ত থাকাটা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=gE0C6eFQo3A

এম.কে.

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার