
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে রাজধানীর গুলশানে থাকা প্রায় ৩৮ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বর্তমানে এসব জমির মূল্য প্রায় ২০০ কোটি টাকা।
বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনে বলা হয়, নসরুল হামিদ তার নামে অর্জিত জমি হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছেন। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে সম্পত্তি জব্দ করা জরুরি হয়ে পড়েছে।
এর আগে গত ২০ এপ্রিল আদালত তার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি গাড়ি এবং ৭০টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। উক্ত হিসাবগুলোতে প্রায় ৩৮ কোটি টাকা জমা রয়েছে।
রাজু