ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মেয়েদের গায়ে হাত তোলা টার্নিং পয়েন্ট ছিল : ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: ০০:০৯, ১ ডিসেম্বর ২০২৪

মেয়েদের গায়ে হাত তোলা টার্নিং পয়েন্ট ছিল : ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন,‘ জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালযে মেয়েদের গায়ে হাত তোলা টার্নিং পয়েন্ট ছিল।ছাত্রলীগ যে মেয়েদের  গায়ে দিয়েছে ্এটা দেশবাসিকে নাড়া দিয়েছে।’

 

সম্প্রতি  এক বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে এসব বলেন তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ফেসবুক জেনারেশন,ফার্মের মুরগী জেনারেশনকে দেশ নিয়ে ভাবতে বাধ্য করেছেন।এইটার ইমোশন যখন ডাউন হয়ে গেছে, তখন কিন্তু সবাই যার যার কমফোর্ট জোনে ফিরে গিয়েছে ।’ 

 

ছাত্র  আন্দোলনে নারীরা কেন আড়ালে এ প্রসঙ্গে উপস্থাপকের প্রশ্নের জবাবে এসব তিনি বলেন ‘ রাজনীতি,রাস্ট্র বিমুখ সমাজে বাস করছি আমরা, সমাজে ছোট থেকে শেখানো হয় রাজনীতি ভালো ছেলেমেয়েরা করে না।এইভাবে সবাইকে রাজনীতি বিমুখ করা হয়েছে।এই বিমুখতার সাথে ছেলেরা জড়িত।কিন্তু মেয়েদের এখানে কারচারাল এলিমেন্টসগুলো জড়িত।

তাবিব

×