ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বিদেশিরা পরামর্শ দিতে পারে, ক্ষমতায় বসাতে পারে না

প্রকাশিত: ১৮:৫৭, ১৩ মে ২০২৩

বিদেশিরা পরামর্শ দিতে পারে, ক্ষমতায় বসাতে পারে না

ওবায়দুল কাদের।

বিদেশিরা পরামর্শ দিতে পারে, ক্ষমতায় বসাতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৩ মে) বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা আমাদের বন্ধু। তারা পরামর্শ দিতে পারে, ক্ষমতায় বসাতে পারে না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ।  

এসময় বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, সেইফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনের মধ্য দিয়ে সেইফ এক্সিট কারা নেবে জনগণই তা নির্ধারণ করবে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  

×