ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অনলাইনেই পাবেন বাবার-দাদার জমির খোঁজ! সহজ সমাধান দিচ্ছে ই-পর্চা

প্রকাশিত: ০৭:৩২, ২৭ মে ২০২৫

অনলাইনেই পাবেন বাবার-দাদার জমির খোঁজ! সহজ সমাধান দিচ্ছে ই-পর্চা

ছবি: সংগৃহীত

শহরে থাকেন, কিন্তু গ্রামে পৈতৃক সম্পত্তি রয়েছেএমন অনেকেই জানেন না তাঁদের নামে কোথায় বা কতটুকু জমি আছে। কেউ কেউ জানলেও নিয়মিত যোগাযোগের অভাবে তা চলে যাচ্ছে অন্যের দখলে। দিন দিন এমন ঘটনার হার বাড়ছেই। বিশেষ করে শহুরে জীবনে বেড়ে ওঠা প্রজন্মের পক্ষে গ্রামে জমির খবর রাখা অনেক সময় দুঃসাধ্য হয়ে পড়ে।

এই সমস্যার সহজ ও নির্ভরযোগ্য সমাধান নিয়ে এসেছে বাংলাদেশ সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ই-পর্চা (e-porcha.gov.bd)। ঘরে বসেই এখন জানা যাচ্ছে বাবা, দাদা, এমনকি নানা-নানীর নামে দেশের কোথায় কত জমি আছে। প্রয়োজন শুধু একটি স্মার্টফোন বা কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ। কয়েক মিনিটেই মিলছে খতিয়ানের বিস্তারিত তথ্য।

কীভাবে ব্যবহার করবেন?

১. প্রথমে গুগলে গিয়ে ‘e-porcha’ লিখে সার্চ দিন এবং প্রথম ওয়েবসাইটে (https://www.e-porcha.gov.bd) প্রবেশ করুন।

২. এরপর ‘খতিয়ান অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন।

৩. বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজার নাম সিলেক্ট করুন।

৪. এরপর খতিয়ানের ধরন নির্বাচন করুনCS, SA, RS অথবা BS (একবারে একটি)।

৫. অনুসন্ধান করা যাবে খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম অনুযায়ী। চাইলে বাবার বা দাদার নাম দিয়েও অনুসন্ধান করা সম্ভব।

৬. সঠিক ক্যাপচা কোড দিয়ে ‘অনুসন্ধান’ চাপলেই পাওয়া যাবে জমির বিস্তারিত তথ্য।

শুধু খোঁজই নয়, মিলবে সার্টিফায়েড কপিও

শুধু জমির অবস্থান বা পরিমাণ জানাই নয়, চাইলে এখান থেকেই সার্টিফায়েড কপি এর জন্য অনলাইন আবেদন করা যাবে। ফলে ভূমি অফিসে দৌড়ঝাঁপ, দালালের খপ্পর কিংবা অহেতুক হয়রানিসব কিছু থেকেই মুক্তি মিলবে। বাঁচবে সময় ও খরচও।

সরকার ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীনে বেশ কয়েকটি ডিজিটাল প্রকল্প বাস্তবায়ন করেছে, যার অন্যতম ফল এই e-porcha.gov.bd সেবা। এটি দেশের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নাগরিক সেবায় গতি আনতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

জানুন আপনার সম্পদের প্রকৃত চিত্র

আপনি যদি এখনো না জানেনআপনার, আপনার বাবার কিংবা দাদার নামে কোথায় কত জমি রয়েছে, তাহলে আর দেরি নয়। আজই ঘুরে আসুন www.e-porcha.gov.bd ওয়েবসাইটে। সম্পদের প্রকৃত চিত্র জেনে নিন, সম্পূর্ণ ঝামেলাহীন উপায়ে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=oLw80VWD-Ms

রাকিব

×