ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পিনাকী ভট্টাচার্য

"আওয়ামী লীগ আসলেই ভয়ংকরভাবে ফিরে আসছে"

প্রকাশিত: ১৫:০৯, ২৬ মে ২০২৫

আওয়ামী লীগ আসলেই ভয়ংকরভাবে ফিরে আসছে বলে মন্তব্য করেছেন ব্লগার,অ্যাকটিভিস্ট,লেখক পিনাকী ভট্টাচার্য।

আজ সোমবার (২৬ মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।

পিনাকী তার পোস্টে বলেন, আওয়ামী লীগ আসলেই ভয়ংকরভাবে ফিরে আসছে। পাচই আগষ্টের চাইতে বেশী শক্তি নিয়ে ফিরে আসছে।

এরা একসাথে আক্রমণ করতেছে প্রফেসর ইউনুসকে, তার সরকারকে, প্রফেসর ইউনুসকে যারা দেশের ভিতরে আর বাইরে সাপোর্ট করতেছে তাদের আর হাতে গোনা কয়েকজন ইউটিউবারকে আর যারা প্রফেসর ইউনুসের সরকারের পাশে দাড়াইছে।

প্রফেসর ইউনুস বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে দেশের ভিতরে আর বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হইছে। এইটাই আওয়ামী লীগের ভয়ংকরভাবে ফিরে আসা।

আওয়ামী লীগ গনহত্যার দায় নিয়া ধ্বংস হবে। বিএনপির এই আওয়ামী বান্ধব রাজনীতির জন্য কী হবে? তারা আগামীর ইতিহাসের কাছে দায়ী থাকবে। প্রথমে তারা কর্মী হারাবে তারপরে হারাবে ক্রেডিবিলিটি।

বাংলাদেশের মুসলিম লীগ ও বিশাল দল ছিলো। টিকে নাই বাংলাদেশে। ন্যাপ বিশাল দল ছিলো, ভাসানীর মতো নেতা ছিলো তাদের, তারাও টিকে নাই।

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর ভারতীয় আধিপত্যবাদ টিকতে পারবে না। এই রাজনীতিকে যারাই প্রত্যক্ষ্য বা পরোক্ষভাবে টিকায়ে রাখার চেষ্টা করবে তারাই প্রত্যাখ্যাত হইবে। এই রাজনীতিকে যারা টিকাতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। ইতিহাসের শিক্ষা তাই।

(সংক্ষেপিত)

ফুয়াদ

আরো পড়ুন  

×