ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আশা করি, দ্রুত এই দাবি মেনে সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের উদ্যোগ গ্রহণ করবে: উমামা ফাতেমা

প্রকাশিত: ১৯:১৫, ১৫ মে ২০২৫; আপডেট: ১৯:১৬, ১৫ মে ২০২৫

আশা করি, দ্রুত এই দাবি মেনে সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের উদ্যোগ গ্রহণ করবে: উমামা ফাতেমা

ছবিঃ সংগৃহীত

দ্রুত এই ৩ দফা দাবি মেনে সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের উদ্যোগ গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি এ আশা ব্যক্ত করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, 

আমি উমামা ফাতেমা, একজন ছাত্রনেতৃত্ব ও জুলাই গণঅভ্যুত্থানের একজন অংশীদার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করলাম।

তাদের ৩ দফা দাবিসমূহ: 
১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যৃলয়ের আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না।  ভিসি, প্রক্টর থেকে শুরু করে সকল শিক্ষক, কর্মচারী এই আন্দোলনে যুক্ত। 
গতকাল (১৪ মে) যমুনাতে যাওয়ার সময় ছাত্র-শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়, টিয়ারশেল ছোঁড়া হয়।

জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গন থেকে আমরা প্রতিদিন মিছিল করতাম। এই মিছিলে প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সুবিশাল মিছিল আসত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইজন ভাই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। কিন্তু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই অবদানকে সবসময় উপেক্ষা করা হয়েছে। বিগত সরকারের আমলে ছাত্রদের দিনের পর দিন হলের জন্য আন্দোলন করতে হয়েছে। এই সরকারের আমলেও আমরা জগন্নাথের প্রাণের দাবিকে গুরুত্ব দিতে দেখছি না। একটি বিশ্ববিদ্যালয় এরিয়াতে আবাসিক হল ছাত্রদের অধিকার। সেটার জন্য ২০ বছর ধরে আন্দোলন করতে হবে কেন?! আশা করি, দ্রুত এই ৩ দফা দাবি মেনে অন্তর্বর্তীকালীন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসনসংকট সমাধানের উদ্যোগ গ্রহণ করবে।

ইমরান

×