
ফরিদপুরে তদবির, ঘুষ কিংবা কোনো প্রকার প্রভাব ছাড়াই পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২৭ জন নারী-পুরুষ। তারা সবাই নিজ যোগ্যতায় এই নিয়োগ লাভ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্সে ফলাফল ঘোষণা করা হয়। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি নিয়োগে ফরিদপুর জেলা থেকে মোট ১,১০৮ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৩৬০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। গত ৪ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৫৩ জন, যার মধ্যে ৯১ জন উত্তীর্ণ হন — নারী ১৪ জন, পুরুষ ৭৭ জন।
এরপর বুধবার দিনভর মৌখিক পরীক্ষা ও অন্যান্য যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ২৭ জনকে নিয়োগ দেওয়া হয়, যাদের মধ্যে রয়েছেন ২৬ জন পুরুষ ও ১ জন নারী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নির্বাচিত প্রার্থী জানান, “আমরা মাত্র ২০ টাকা খরচ করেই এই চাকরি পেয়েছি। কারো কাছে যেতে হয়নি, কোনো তদবির লাগেনি। এটা আমাদের জীবনের বড় প্রাপ্তি।”
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, “এই নিয়োগ শতভাগ স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। নিয়োগপ্রাপ্তদের যোগ্যতার ভিত্তিতেই নির্বাচন করা হয়েছে। প্রার্থী প্রতি ১২০ টাকা খরচ হয়েছে, এর বাইরে কারো কাছ থেকে এক টাকাও নেওয়া হয়নি।”
নুসরাত