ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঢাকা রেঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঠাঁই নেই: কঠোর অবস্থানে ডিআইজি

প্রকাশিত: ১৩:৩৭, ১১ মে ২০২৫

ঢাকা রেঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঠাঁই নেই: কঠোর অবস্থানে ডিআইজি

ছবি: সংগৃহীত

ঢাকা রেঞ্জ এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বরদাস্ত করা হবে না—রোববার (১১ মে) সকালে সেগুনবাগিচায় রেঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি সংশ্লিষ্ট সব এসপিকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।

ডিআইজি জানান, অতীতে কিছু অপেশাদার কর্মকর্তা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এখন কেউ অপরাধে জড়ালে, প্রমাণ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। থানাকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

তিনি আরও জানান, খুব শিগগির ‘টক টু ডিআইজি’ নামে একটি অ্যাপ চালু হবে, যেখানে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবে। নাম-পরিচয় গোপন রাখা হবে। চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ সব অপরাধ দমনেও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, জানান রেঞ্জপ্রধান।

এএইচএ

×