ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঢাকা রেঞ্জ পুলিশের ‘টক টু ডিআইজি’ অ্যাপ: ঘরে বসেই ডিআইজির কাছে জানাতে পারবেন অভিযোগ!

প্রকাশিত: ১২:৩৬, ১১ মে ২০২৫; আপডেট: ১২:৩৬, ১১ মে ২০২৫

ঢাকা রেঞ্জ পুলিশের ‘টক টু ডিআইজি’ অ্যাপ: ঘরে বসেই ডিআইজির কাছে জানাতে পারবেন অভিযোগ!

ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩ জেলার ৯৮টি থানার সাধারণ মানুষ এবার সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন ডিআইজিকে। ‘টক টু ডিআইজি’ নামে একটি মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি  রেজাউল করিম মল্লিক।

রোববার (১১ মে) ঢাকায় ডিআইজি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং পুলিশের সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ডিআইজি বলেন, “ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে আমি নিজেই সাধারণ মানুষের কথা শুনতে চাই। যদি আমার অধীনস্থ থানায় বা পুলিশের কারও বিরুদ্ধে কেউ অভিযোগ জানাতে চান, তাহলে সরাসরি আমাকে জানাতে পারবেন।”

এই অ্যাপের মাধ্যমে যে কেউ ঘরে বসেই নিজের মোবাইল ফোন থেকে ডিআইজিকে জানাতে পারবেন অপরাধের তথ্য কিংবা পুলিশের অসদাচরণের অভিযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, অভিযোগদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানিয়েছেন ডিআইজি।

তিনি বলেন, “শীঘ্রই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এবং জনগণ এতে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করছি, এই বিষয়টি যেন সবাই জানে এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।”

ঘুষ-দুর্নীতি বরদাশত নয়, বদলির নামে বাণিজ্য চলবে না
ডিআইজি পরিষ্কারভাবে জানিয়ে দেন, ঢাকা রেঞ্জের আওতাধীন থানাগুলোতে ঘুষ, বদলির নামে বাণিজ্য কিংবা অন্য কোনো ধরনের দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে কেউ ঘুষ বাণিজ্য কিংবা চাঁদাবাজিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ সংগঠন বা কোনো পতিত সরকারের দোষরদের সন্ত্রাসও কঠোর হস্তে দমন করা হবে।”

ফ্যাসিস্ট দমন, ছাত্র-জনতার উপর নির্যাতনে জড়িতদের গ্রেপ্তারে নির্দেশ
ডিআইজি আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন-পীড়ন চালিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।”

প্রত্যেক থানায় অভিযোগ বক্স, মনিটরিং করবেন ডিআইজি নিজে
ঢাকা রেঞ্জের প্রতিটি থানা, ফাঁড়ি, ক্যাম্প, সার্কেল অফিস, এসপি অফিসসহ ডিআইজির অফিসেও অভিযোগ বক্স স্থাপন করা হবে। কাঙ্ক্ষিত সেবা না পেলে সাধারণ মানুষ এসব বক্সে তাদের অভিযোগ দিতে পারবেন।

ডিআইজি বলেন, “আমি নিজে এসব অভিযোগ মনিটর করব। এমনকি প্রতিটি জিডি, অভিযোগ ও মামলা মনিটরিংয়ের জন্য দক্ষ একটি টিম গঠন করা হয়েছে।”

৯৮ থানার জন্য মনিটরিং সেন্টার, ভিডিও কলে শুনবেন ভুক্তভোগীর কথা
তিনি জানান, ঢাকা রেঞ্জের ৯৮ থানার সিসিটিভির জন্য একটি সম্মিলিত মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। এখান থেকে তিনি নিজেই ভিডিও কলে সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

“ভুক্তভোগী থানায় এসে যেন সর্বোচ্চ সেবা পান, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। রেঞ্জের প্রতিটি থানাকে আমরা রোল মডেল থানায় পরিণত করতে চাই।”

গণঅভ্যুত্থানের মামলার জন্য আলাদা মনিটরিং সেল
গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়েরকৃত মামলাগুলোর জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে বলেও তিনি জানান। সেখানে শহীদ, আহত ও ভুক্তভোগী পরিবারদের সঙ্গে কথা বলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।


ডিআইজি বলেন, “পুলিশের কেউ যদি অন্যায় কাজে জড়ায়, এমনকি এসপি বা ওসির বিরুদ্ধেও অভিযোগ থাকলে সরাসরি আমাকে জানাবেন। প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজেও আইনের ঊর্ধ্বে নই।”

তিনি আরও বলেন, “আমার আগের কর্মস্থলেও অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। এখনো করবো না। ভবিষ্যতেও করবো না।”

ঢাকা রেঞ্জের জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না। আইন মেনে চলুন। আমরা আপনাদের সেবায় আছি। আপনারা পাশে থাকুন, আমরাও পাশে থাকব।”

 

সূত্র:https://tinyurl.com/ed8perv7

আফরোজা

×