
শনিবার (১০ মে) রাতে রাজনৈতিক দল আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে পরবর্তীতে জানা যায় সেটি সম্পূর্ণ ভুয়া। কোনো এক কুচক্রী দল গুজব ছড়ানোর উদ্দেশ্যে একটি ফটোকার্ড তৈরি করে তা ভাইরাল করে।
গতকাল রাত থেকে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ঘুরতে থাকে। যাতে প্রধান উপদেষ্টার ছবিসব ক্যাপশনে লেখা ‘বুকে পাথর চাপা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছি।’ মূলত গতকাল (১০ মে) রাতে আওয়ামী লীগকে বিচার ব্যবস্থা সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ার পরপরই এই ফটোকার্ডটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যার ফলে নেটিজেনদের মধ্যে তৈরি হয় জল্পনা কল্পনা। পরবর্তীতে রিউমার স্ক্যানার বাংলাদেশ বিষয়টি খতিয়ে দেখলে জানা যায়, ড. ইউনূস এমন কোনো মন্তব্য করেননি, যমুনা টিভিও এই ফটোকার্ড প্রকাশ করেনি। সুতরাং একটি কুচক্রী দল গুজব ছড়ানোর উদ্দেশ্যেই এই অসত্য প্রচার করেছে।
মুমু