
ছবিঃ সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র ও বিএনপি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেটি গণতন্ত্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র—এমনটাই মনে করেন তিনি।
বৃহস্পতিবার (১ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ফ্যাসিবাদ হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতেই আন্দোলন করা হয়েছে। কিন্তু এখনো গণতন্ত্র আলোর মুখ দেখেনি, বরং এটি চোরাবালিতে আটকে আছে। তবে এই পরিস্থিতির পরিবর্তন হবেই এবং তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র আবারো আলোর মুখ দেখবে।
তিনি আরও বলেন, আরাকানের সঙ্গে একটি অন্তর্বর্তী সরকার সাতটি শর্তে চুক্তি করেছে, কিন্তু সেই শর্তগুলো জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একসময় এমন শর্ত দিয়ে চুক্তি করেছিলেন, যেগুলো আজও গোপন। ভবিষ্যতে দেখা যাবে, এই ধরনের গোপন চুক্তি দেশের জন্য বিষফোঁড়ায় পরিণত হবে।
মারিয়া